হোম > সারা দেশ

টঙ্গীতে নির্বাচনী প্রচারকাজের সময় ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বুদ্দিনের তিন সমর্থক ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় টঙ্গীর হাজি মাজার বস্তির সান্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এর মধ্যে গুরুতর আহত লাল চানকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহত অন্য দুজন হলেন সাহিদা ও শ্যামল।

এলাকাবাসী জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা হাজি মাজার বস্তি এলাকায় প্রচারে যান। এ সময় কয়েকজন যুবক তাঁদের প্রচারে বাধা দিলে দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই তিনজনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আহত তিনজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক লাল চানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘লাল চান আমাদের সমর্থক। নৌকার সমর্থকেরা আমাদের প্রচারে বাধা দিয়ে লাল চানকে ছুরিকাঘাত করে আহত করেছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ