হোম > সারা দেশ

টঙ্গীতে নির্বাচনী প্রচারকাজের সময় ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বুদ্দিনের তিন সমর্থক ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় টঙ্গীর হাজি মাজার বস্তির সান্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এর মধ্যে গুরুতর আহত লাল চানকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহত অন্য দুজন হলেন সাহিদা ও শ্যামল।

এলাকাবাসী জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা হাজি মাজার বস্তি এলাকায় প্রচারে যান। এ সময় কয়েকজন যুবক তাঁদের প্রচারে বাধা দিলে দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই তিনজনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আহত তিনজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক লাল চানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘লাল চান আমাদের সমর্থক। নৌকার সমর্থকেরা আমাদের প্রচারে বাধা দিয়ে লাল চানকে ছুরিকাঘাত করে আহত করেছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জীবননগরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, বিএনপি নেতার মৃত্যু

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে