হোম > সারা দেশ

প্রেমের অভিনয় করে ৩ স্কুলছাত্রীকে অপহরণ, আটক ৪ 

চুয়াডাঙ্গার জীবননগরে একসঙ্গে তিন স্কুলছাত্রী নিখোঁজের ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ঝাঁঝরি বেগমপুর থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটকেরা স্কুলছাত্রীদের সঙ্গে প্রেমের অভিনয় করে কৌশলে অপহরণ করে ঢাকায় পাচার করা হচ্ছিল। তারা নারী পাচার চক্রের সদস্য।

আটক চারজন হলেন–জীবননগর উপজেলার মনোহরপুর মাঝেরপাড়ার মো. শিহাব (১৮), মো. নাঈম (১৯), চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঝরি বেগমপুরের ইয়াসিন হোসেন (১৮) ও মো. লিখন হোসেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। তবে স্কুল ছুটি হয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। এতে পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। কোনো জায়গায় তাদের সন্ধান না পেয়ে জীবননগর থানা-পুলিশের দ্বারস্থ হয় তাদের পরিবার।’

তিনি বলেন, ‘পরে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। থানা-পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ (বৃহস্পতিবার) ভোর ৪টার দিকে সদর উপজেলার ঝাঁঝরি বেগমপুর গ্রামের মোহন মিয়ার বাড়ি থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।’

ওসি নাসির উদ্দিন মৃধা আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানান, ওই তিন শিক্ষার্থীর সঙ্গে প্রেমের অভিনয় করে প্রতারণা করছিলেন। তারা তিন শিক্ষার্থীকে আজ সকালে ঢাকায় পাচার করা পরিকল্পনা করেছিল।’ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, নারী-পুরুষসহ আটক ১৮

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ