হোম > সারা দেশ

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে হবে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

গত বছরের মত এ বছরও হচ্ছে না নববর্ষের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলা নববর্ষ আয়োজনের ক্ষেত্রে জনসমাগম না করার নির্দেশনা দিয়েছে সরকার। অনলাইন ও ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে নানান অনুষ্ঠান আয়োজনের সুপারিশ করা হয়েছে।

বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিঠিতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনও অবস্থাতেই জনসমাগম করা যাবেনা।

উপসচিব আ স ম হাসান আল মানুনের আজকের পত্রিকাকে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নববর্ষের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে জনসমাগম না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা বা অন্যান্য বড় আয়োজন এবারো হবে না। অনলাইন ও ভার্চ্যুয়াল মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এবার নববর্ষ পালন করার সুপারিশ করা হয়েছে।

করোনার কারণে গতবছরও ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। এবছরও অনুষ্ঠিত হচ্ছে না বর্ষবরণের সবচেয়ে বড় এই আয়োজনসমূহ।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার