হোম > সারা দেশ > খুলনা

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে খুনের অভিযোগ

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার পর পরকীয়া প্রেমিককে খুনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। বিক্ষুব্ধ ওই ব্যক্তি তাঁর স্ত্রীকেও কুপিয়ে জখম করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের মৃত মনসুর শেখের ছেলে আবদার শেখ (৫০) দীর্ঘদিন ধরে গ্রামের মনিরুল ইসলামের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১২টার দিকে মনিরুল তাঁর স্ত্রী ও আবদারকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ধারালো দা দিয়ে আবদারকে বেধড়ক কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এরপর মৃত্যু নিশ্চিত হয়ে টুকরো টুকরো করা লাশ বস্তায় ভরে বাড়ির পেছনে ফেলে রাখেন।

মনিরুল এ সময় নিজের স্ত্রী তানজিলা বেগমকেও কুপিয়ে জখম করেন। তানজিলা তখন দৌড়ে প্রাণে বাঁচেন। এ সময় তানজিলার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মনিরুল পালিয়ে যান।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মনিরুল অসুস্থ ছিলেন এবং এর সূত্র ধরে তানজিলা বেগম ও আবদার শেখ অপকর্মে জড়িয়ে পড়েন। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাতে মনিরুল স্বচক্ষে বিষয়টি প্রত্যক্ষ করেন এবং নিজের হাতে কুপিয়ে আবদারকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেন। পরে এলাকাবাসী এগিয়ে এলে তিনি পালিয়ে যান।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড