হোম > সারা দেশ

পিরোজপুরে সড়কে চালকের মাথা থেঁতলানো লাশ, ব্যাটারিচালিত রিকশা হাওয়া

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে এক রিকশাচালকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে এক রিকশাচালকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানার পুলিশ। তবে ঘটনাস্থলে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি।

নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ জানায়, সাব্বিরের মাথা পুরোপুরি থেঁতলে গেছে। স্বজনদের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সাব্বিরকে হত্যা করে দুর্বৃত্তরা ওদনকাঠি গ্রামে ইটের রাস্তার পাশে লাশ ফেলে রিকশাটি নিয়ে গেছে।

পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় বাসিন্দারা সাব্বিরের মরদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন। পরে পিরোজপুর সদর থানার পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত সাব্বিরের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন সাব্বির। এরপর রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁর মোবাইল ফোনে কল করেন। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করে ব্যর্থ হন। এরপর সকালে সাব্বিরের মরদেহ দেখে সেটি শনাক্ত করেন। তবে ঘটনাস্থলে তাঁর রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্য কিংবা মাদকসংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে।

সাব্বির মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদ্‌ঘাটন করা যায়নি। তবে পুলিশ কাজ করছে।

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল ইকবালের মাথায় ১

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’