হোম > সারা দেশ > মৌলভীবাজার

স্বেচ্ছাসেবক লীগ নেতার জামিন, ডিসি-এসপি অফিস ঘেরাও বৈষম্যবিরোধীদের

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ডিসি-এসপি অফিস ঘেরাও বৈষম্যবিরোধীদের। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারে ছাত্র আন্দোলনে হামলাকারী স্বেচ্ছাসেবক লীগ নেতার জামিনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ সময় আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন।

আজ মঙ্গলবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ হয়।

জানা যায়, দুপুরে শতাধিক শিক্ষার্থী ও ছাত্র-জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিলে কয়েকজন সাংবাদিককে স্বৈরাচারের দোসর দাবি করে স্লোগান দেয় এবং প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দেয়।

পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে ঘণ্টাখানেক সময় ধরে তাঁরা বিক্ষোভ করেন। এরপর বিক্ষোভকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে প্রধান ফটক অবরোধ করে রাখেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, জুলাই মাসে শহীদ হওয়া ছাত্রদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিচারের আগে স্বৈরাচারের দোসর জামিন না দেওয়ার দাবি জানান।

এ ছাড়া মৌলভীবাজারে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রেসক্লাব গেটে তালা দেওয়ার ঘটনাও তুলে ধরেন তাঁরা। বিক্ষোভকারীরা স্থানীয় কিছু গণমাধ্যমের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন এবং ‘দলীয় সাংবাদিকতা’ বন্ধের দাবি জানান। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ ও সেনাবাহিনী প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাকারী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষার সম্প্রতি জামিনে মুক্তি পান।

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে