হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গুদামে আগুন: দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে গুদামে আগুন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে গুদামের আগুন বিকেল ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে।

কারখানার সিট কাটিং সেকশনের শ্রমিক সম্রাট বলেন, তখন তিনি ম্যানেজারের কক্ষে ছিলেন। এ সময় হঠাৎ পাশের কেমিক্যাল গুদামে বিকট শব্দ হয়। এরপর দৌড়ে গিয়ে দেখেন কয়েকজন শ্রমিক এদিক সেদিক ছোটাছুটি করছে। এ সময় কয়েকজন আগুনে দগ্ধ হয়।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত একজনের ক্ষতবিক্ষত মরদেহ পেয়েছি। আর কেউ মারা গেছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি