হোম > সারা দেশ > পটুয়াখালী

নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী পটুয়াখালীতে উদ্ধার, হেলিকপ্টারে ঢাকায় নিয়ে গেলেন স্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি

নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী মো. সোহাগ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী মো. সোহাগকে (৪০) পটুয়াখালীর পায়রা ব্রিজ ফেরিঘাট এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া সোহাগের স্ত্রী উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি সোহাগকে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করে ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরানোর পর বরিশাল হয়ে পটুয়াখালীর পায়রা কুঞ্জ এলাকায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৬টা নাগাদ দুটি গাড়ি এসে পায়রা কুঞ্জে থামে। স্থানীয়দের ধারণা ছিল, এটি পায়রা ব্রিজের কোনো প্রকল্পের গাড়ি। তবে সকাল ১০টার দিকে স্থানীয়রা একটি সাদা গাড়ির পেছন থেকে এক ব্যক্তিকে হাত নেড়ে সাহায্য চাইতে দেখেন। গাড়ির কাছে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তি হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে সদর থানা-পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৮-৭০৯৪) এবং কফি রঙের প্রিমিও গাড়ি (ঢাকা মেট্রো-গ ৪২-৬৭৩২) উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গাড়ি চুরির উদ্দেশ্যেই তাঁকে অপহরণ করা হয়েছিল।

উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যান ওই ব্যবসায়ীর স্ত্রী। ছবি: সংগৃহীত

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মো. সোহাগ নামের এক ব্যক্তিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নারায়ণগঞ্জ থানা-পুলিশের নির্দেশনায় তাঁর স্ত্রীর কাছে আমরা তাঁকে হস্তান্তর করেছি। এরপরে হেলিকপ্টারযোগে তাঁরা ঢাকায় নিয়ে গিয়েছেন।’

ওসি আরও জানান, উদ্ধারের সময় থানা-পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) সহযোগিতা করেছে। বর্তমানে অপহরণের বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ থানা-পুলিশ কাজ করছে।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত