হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে কচুরিপানার নিচে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কচুরিপানার ভেতরে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শিশুটির নাম মো. আবরার। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগলা গ্রামের একটি জলাশয়ে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়। বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল।

নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের ছেলে। এ ঘটনায় দুই কিশোরীকে রাতেই হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজনের বয়স ১৩, অন্যজনের ১৪। তারাই ওই শিশুর মরদেহের সন্ধান দিয়েছে বলে দাবি পুলিশের।

পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আবরারকে খেলার জন্য ডেকে নিয়ে যায় ওই দুই কিশোরী। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সন্দেহভাজন হিসেবে ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা জানায়, কচুরিপানার মধ্যে আবরারকে পাওয়া যাবে। পরে কচুরিপানার ভেতরে শিশুটির লাশ পাওয়া যায়।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদরী বলেন, ‘শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। যত দূর জানা গেছে, পানিতে চুবিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে। অভিযুক্ত দুজনও শিশু। এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আগামী নির্বাচনে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার