হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বিকল বাসে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত, হাসপাতালে স্বামী-সন্তান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় বিকল বাসে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রেহানা বেগম (৪০)। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা স্বামী আব্দুল লতিফ ও ছেলে রহমত উল্লাহ আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হতাহত ব্যক্তিদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে গেলে সেটি সড়কের পাশে রাখা ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী একটি পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে ধাক্কা দেন। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা রেহানা, তাঁর স্বামী আব্দুল লতিফ ও ছেলে রহমত উল্লাহ আহত হন। তাঁদের নিয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেহানা বেগমের মৃত্যু হয়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সড়কে নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন নিতে দণ্ডপ্রাপ্ত আসামি, খুঁজে পায় না পুলিশ

কাপ্তাই হ্রদে কায়াক উল্টে পর্যটকের মৃত্যু

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি