হোম > সারা দেশ > দিনাজপুর

ভবেশকে মানসিক চাপ দিয়ে ‘পরিকল্পিতভাবে হত্যা’, পরিবারের মামলা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

ভবেশ চন্দ্র রায়ের ছবি হাতে তাঁর স্ত্রী শান্তনা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে ‘পরিকল্পিত হত্যা’ করার অভিযোগ আনা হয়েছে।

আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছবুর।

আসামিরা হলেন— শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আতিকুর ইসলাম, শহরগ্রাম গ্রামের রতন ইসলাম, নওসিংপাড়া গ্রামের মুন্না ইসলাম ও পাঁচশালা গ্রামের মো. রুবেল ইসলাম। এ ছাড়া মামলায় তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় স্বপন উল্লেখ করেন, চার আসামির সঙ্গে তাঁর বাবার সম্পর্ক খুবই ভালো ছিল। তিনি আর্থিক দৈন্যের কারণে প্রধান আসামি প্রতিবেশী আতিকের কাছ থেকে ২৫ হাজার টাকা সুদের ওপর ধার নিয়েছিলেন। সেই টাকা আদায় করতে ভবেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে মানসিক চাপ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিরল থানার ওসি ছবুর বলেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

ভোটের মাঠে: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের