হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী দুই বন্ধু নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিহত দুই বন্ধু। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোর পাঁচ আরোহী।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া এলাকায় দু দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন বীর পাকুন্দিয়া গ্রামের নয়াবাড়ির বিএনপির নেতা জসিম উদ্দিনের ছেলে শোভন (১৭) এবং মধ্য পাকুন্দিয়া গ্রামের বাসিন্দা ও পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিকের ছেলে লাম (১৮)। তাঁরা পাকুন্দিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে উপজেলা সদর থেকে ঢাকা-কিশোরগঞ্জ সড়ক হয়ে মির্জাপুর যাচ্ছিলেন। পথে বরাটিয়া এলাকায় একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই শোভন নিহত হন। আহত লামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশাটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পাঁচ আরোহী আহত হন। তাঁদের মধ্যে মো. নাজিম (২০) নামের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি করিমগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর-এ-আলম খান বলেন, আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর