হোম > সারা দেশ

ত্রিশালে জাতীয় কবির স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাককানইবি প্রতিনিধি

অগ্নিবীণার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেছেন কবির নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদানের পর আজ বুধবার তিনি এ জায়গাগুলো পরিদর্শন করে শ্রদ্ধা জানান এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। 

উপাচার্য প্রথমে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ পরিদর্শনে যান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন ও ইনস্টিটিউটের পরিচালক হিসেবে প্রতীকী দাপ্তরিক কাজে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে তিনি সাংবাদিক সমিতির কার্যালয় পরিদর্শন করেন। এরপর সেখান থেকে তিনি যান নজরুলের জায়গির বাড়ি খ্যাত ত্রিশালের নামাপাড়ার বিচুতিয়া ব্যাপারী বাড়ির কবি নজরুল স্মৃতিকেন্দ্রে। স্মৃতিকেন্দ্র ঘুরে তিনি ব্যাপারী বাড়ির বংশধরদের সঙ্গে কথা বলেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি ফল গাছ রোপণ করেন। 

এরপর উপাচার্য সৌমিত্র শেখর বালক নজরুলের স্মৃতিধন্য বটতলা, যেখানে কবি বাঁশি বাজাতেন সেই স্থানটি পরিদর্শন করেন। সেখান থেকে চলে যান দরিরামপুরের নজরুল একাডেমি প্রাঙ্গণে; যা নজরুলের বাল্যকালের বিদ্যাপীঠ। তিনি স্কুলের শিক্ষকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও নজরুল যে কক্ষে পাঠ নিয়েছেন সেই শ্রেণিকক্ষটি পরিদর্শন করেন। 
 
পরে তিনি যান ত্রিশালের কাজীর শিমলায়, যেখানে রয়েছে রফিজউল্লাহ দারোগার ভিটেবাড়ি। ভারতের আসানসোল থেকে এই দারোগার হাত ধরেই ত্রিশালে এসে পৌঁছেছিলেন বালক নজরুল। দারোগার ভিটেবাড়িতে এখন গড়ে উঠেছে স্মৃতি পাঠাগার। সেখানে তিনি পাঠাগার ও সংগ্রহশালার বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। 

পরিদর্শনে উপাচার্যের সফরসঙ্গী ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, পিএস টু ভিসি ও অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদ আনাম, জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধানসহ অনেকে। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

ভোটের মাঠে: অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ বিএনপির

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত