হোম > সারা দেশ

টঙ্গীতে তুলার গুদামে আগুন

প্রতিনিধি, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।  

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় টঙ্গীর মিলগেট এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।  

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে মিলগেট এলাকার একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া উঠতে থাকে। অল্প সময়য়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি আশপাশের বাসা থেকে পানি দিয়ে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারা। 

তার আরও জানান, আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় সকাল সাড়ে ১০টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। আগুনের তীব্রতা আশপাশের বাসাবাড়িতেও ছড়িয়ে পড়েছে। ফলে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এবিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পুরো মার্কেটটিতে ৩০টির মতো ছোট ছোট তুলার গুদাম ও দোকান আছে। 

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখনো কোনো আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি।  

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া