চট্টগ্রামে ও হবিগঞ্জ গাঁজা পাচারকালে ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৯ এবং চট্টগ্রাম মহানগরীর ঈদগাঁও কাঁচা রাস্তার মোড় থেকে ৫ কেজি গাঁজাসহ অপর ৩ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে র্যাব-৯। এ সময় মো. তরিকুল ইসলাম সাগর (২৪) নামের একজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাগর বাগেরহাটের ফটিকহাট উপজেলার লালচন্দ্রপুর গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে।
র্যাব-৯ সিপিসি-১ এর কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক শায়েস্তাগঞ্জ থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।
এ দিকে চট্টগ্রাম মহানগরীর ঈদগাঁও কাঁচা রাস্তার মোড় থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। সোমবার রাত ১২টার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কামরুল হাসান (২৮), হুমায়ুন আহমদ (২০) ও সালেহ আহমেদ (২৬)।
নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, এই ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।