হোম > সারা দেশ > নেত্রকোণা

অসীম উকিল ও অপু উকিলের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অসীম কুমার ও তাঁর স্ত্রী অপু উকিল। ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের ১৬টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের আবেদন অনুযায়ী অসীম কুমার উকিলের নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় ১৫টি ফ্ল্যাট ও একই জায়গায় অপু উকিলের একটি ফ্ল্যাট এবং পাঁচটি দোকান আগেই ক্রোকের নির্দেশ দিয়েছিলেন এই আদালত। এই ফ্ল্যাটগুলোর মধ্যে দুটিতে অভিযুক্ত ব্যক্তিরা বসবাস করেন। বাকি ১৪টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, যেহেতু সম্পত্তি ক্রোক করা হয়েছে, তা দেখাশোনার জন্য রিসিভার নিয়োগ করা প্রয়োজন। দুদকের আবেদন অনুযায়ী নেত্রকোনার জেলা প্রশাসনকে রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ধানমন্ডির ১১ নম্বর রোডে অবস্থিত ১ হাজার ৯৭৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, যেখানে তাঁরা বসবাস করেন। এ ছাড়া তাঁদের উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের ১৪টি ফ্ল্যাট ও বসুন্ধরা শপিং মলে অবস্থিত পাঁচটি দোকানও জব্দ করা হয়।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩