হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুই সন্ত্রাসী নিহত, একজন গুলিবিদ্ধ হয়ে পলাতক

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় প্রতিপক্ষের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সাব্বির (পূর্ণ পরিচয় জানা যায়নি) ও সাদ্দাম হোসেন (২৯)। নিহত সাদ্দাম হোসেন খুলনা সোনাডাঙ্গা থানাধীন সোনার বাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে। আহত হয়েছেন মিরাজ ওরফে ‘কাউয়া মিরাজ’ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার বাসিন্দা সোহাগের বাড়িতে অবস্থান করছিলেন খুলনার আলোচিত সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন যুবক। হঠাৎ ৫–৭ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। গুলিবিদ্ধ হন সাদ্দাম ও মিরাজ।

সাদ্দামের মাথার পেছনে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত মিরাজকে স্থানীয় নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে, সেখান থেকে তিনি পালিয়ে আত্মগোপন করেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন সোহাগের বাড়িতে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

রূপসা থানার রাজাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আশরাফুল আলম বলেন, ‘হতাহত তিনজনই “গ্রেনেড বাবু”র গ্রুপের সক্রিয় সদস্য। ওই বাড়িতে তাঁরা একত্রিত হয়েছিলেন। প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও দু’ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।’

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি