হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজ মাঠে চ্যাম্পিয়ন দল উত্তর জোড়খালী বেস্ট একাদশের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চানন্দী স্পোর্টস একাডেমি ও উত্তর জোড়খালী বেস্ট একাদশ। নির্ধারিত মিনিটে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। যাতে ২-৪ গোলে চানন্দী স্পোর্টস একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উত্তর জোড়খালী বেস্ট একাদশ।

রানার্স আপ দল চানন্দী স্পোর্টস একাডেমির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এম শাহীন আলমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশীদ আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুল আমিন খান, সাবেক ছাত্রনেতা ভিপি সাজ্জাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ৪টি গ্রুপে ১২টি দলের অংশগ্রহণের মাধ্যমে এ টুর্নামেন্ট শুরু হয়।

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড