হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী সরকারি হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় হাসপাতালের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাইরে রাখা পুরাতন কিছু আসবাব ও মালামাল পুড়ে গেছে। আজ রোববার হাসপাতালের জরুরি বিভাগের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে প্রথমে পরিত্যক্ত আসবাবের ভেতর থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেটি আগুনে রূপ নেয় এবং পাশে ছড়াতে শুরু করে। ঘটনাস্থলের পাশে জরুরি বিভাগ থাকায় আতঙ্কিত হয়ে পড়ে উপস্থিত লোকজন, হাসপাতালের রোগী এবং তাদের স্বজনেরা। অনেকেই আতঙ্কে এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে অগ্নিকাণ্ডে বিদ্যুতের একটি লাইন পুড়ে যাওয়ায় হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রোগীদের স্বজনেরা জানান, এভাবে একটি হাসপাতালের জরুরি সেবার পাশে এই ধরনের মালামালগুলো উন্মুক্ত স্থানে রাখা ঠিক হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ ভয়াবহ ঘটনা ঘটতে পারত। সময়মতো ফায়ার সার্ভিসের লোকজন আসার কারণে বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পেয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন বলেন, ‘ইমারজেন্সি কক্ষের পাশের ওই স্থানটিতে সিগারেটের শলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি। মালামালগুলো আমাদের অকশনের জন্য রাখা হয়েছে। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সেবা সাময়িক বন্ধ আছে।’ তবে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই মাইজদী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই