গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৮৭ জন। এসময়ে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন।
গত বছরের ২০ ডিসেম্বরের পর এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। গত বছরের ২০ ডিসেম্বর একদিনে করোনায় ৩৮ জনের মৃত্যু হয়েছিলো।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
এনিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন। মারা গেছেন মোট ৮ হাজার ৭৯৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় নুমনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৩২৪ জনের।
প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের শেষ দিকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়য়। বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৮ মার্চ।