হোম > সারা দেশ > গাজীপুর

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে গেছেন সহকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একই মালিকানাধীন দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ‎বুধবার (১৪ জানুয়ারি) সকালে টঙ্গীর মেঘনা রোড এলাকার এমট্রানেট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ’ ও ‘ব্রাভো অ্যাপারেলস লিমিটেড’ নামক কারখানা দুটিতে এই ঘটনা ঘটে। ‎

‎অসুস্থ শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ‎

জানা যায়, বুধবার সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।‎

শ্রমিকেরা বলেন, সকালে কারখানায় কাজে যোগ দিয়ে হঠাৎ শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ‎

‎এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। ‎

‎টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা সুলতানা বলেন, ‘হাসপাতালে আসা বেশির ভাগ শ্রমিক বমি ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ‎

‎গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কেন এমন ঘটনা ঘটছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন