হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় খেলা নিয়ে সংঘর্ষ, ১৫ জন আহত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

রাজশাহীর বাঘায় একই দিন একই সময়ে ফুটবল ও ক্রিকেট ম্যাচের আয়োজনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হন ১৫ জন। তাঁদের মধ্যে একজন নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন। উপজেলার বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার (১৩ জুন) এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মাঠটিতে বিবাহিত ও অবিবাহিত প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দারা। অপর দিকে একই মাঠে বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বাউসা ইউনিয়নের বাউসা চকরপাড়া গ্রামের বাসিন্দারা। একই দিন ও একই সময়ে ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়েরা মাঠে নামলে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ আহত হয়। গুরুতর আহত ৭ জনকে উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। আহতদের মধ্যে রানা আলী নামের একজন আইসিইউতে আছেন।

রানার চাচাতো ভাই রিংকু আহম্মেদ বলেন, রানা আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, আজ রানার বাবা রুস্তুম আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ