হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

পুলিশের হাতে আটক মো. রিয়াদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার এক কিশোরীকে অপহরণের ৫০ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মো. রিয়াদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার উদ্ধার কিশোরী ও অভিযুক্ত যুবককে আদালতে হাজির করে পুলিশ। পরে কিশোরীর জবানবন্দি রেকর্ড করেন বিচারক। একই সঙ্গে যুবক রিয়াদকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক বলেন, র‍্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর একটি দল টাঙ্গাইলের গোড়াই এলাকা থেকে গত রোববার রাতে কিশোরীকে উদ্ধার ও রিয়াদকে গ্রেপ্তার করে। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়।

অভিযুক্ত রিয়াদ ঠাকুরগাঁও শহরের খালপাড় ভিআইপি মোড় এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ জুন বিকেলে ওই কিশোরী বাসা থেকে বের হলে অভিযুক্ত রিয়াদ বন্ধুত্বের সুযোগে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি নানা কৌশলে বিষয়টি এড়িয়ে যান এবং সময়ক্ষেপণ করতে থাকেন। পরে কিশোরীর পরিবার ঠাকুরগাঁও সদর থানায় অপহরণ মামলা করে।

তারেক রহমানের প্রত্যাবর্তন, রাজধানীতে নেই গণপরিবহন, সড়কগুলো প্রায় ফাঁকা

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন