হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার কাউসার আহমেদ বাবু। ছবি: সংগৃহীত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে তানোর থানা-পুলিশের একটি দল। বাবুর বাড়ি জেলার তানোর পৌরসভার আমশো মহল্লায়। বাবার নাম মৃত মফিজ উদ্দিন।

জানা গেছে, কাউসার আহমেদ বাবু বিডিআর সদস্য ছিলেন। বিডিআর বিদ্রোহের অভিযোগে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। এরপর এলাকায় ফিরে তিনি তৎকালীন এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অস্ত্র চালানোর অভিজ্ঞতা থাকায় ফারুক চৌধুরী তাঁকে অঘোষিত ‘গানম্যান’ হিসেবে সঙ্গে রাখেন।

গত ৫ আগস্টের আগেও তাঁকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। ওই সময় তাঁর কোমরে একটি পিস্তল থাকত। এলাকায় তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত। বাবু যে পিস্তল ব্যবহার করতেন, সেটি তাঁর নিজের নাকি ফারুক চৌধুরীর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র, তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের সময় তাঁর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউসার আহমেদ বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান কিংবা বডিগার্ড কি না, তা জানি না। তবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা আছে। তিনি আত্মগোপনে ছিলেন। এলাকায় ফেরার খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে।’

কাউসার আহমেদ বাবুর অস্ত্রের বিষয়ে ওসি বলেন, ‘সেটা আমরা জানতে পারিনি। তাঁর কাছ থেকে কোনো অস্ত্রও উদ্ধার হয়নি। তবে এটা শুনেছি। আমরা বিষয়টা তদন্ত করে দেখব।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিক গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু