হোম > সারা দেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম সাগর চন্দ্র দে। তিনি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, ২০১৯-২০ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের ৩ শিক্ষার্থী তাকে নির্যাতন করেছে।

গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা আবাসিক হলের ২০৪ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ কল্যানাংশু নাহা বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী এখন চিকিৎসকের অবজারভেশনে আছে। পরবর্তীতে কি হয় জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার বলেন, ‘আহত শিক্ষার্থী সাগর বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যেহেতু সে আহত অবস্থায় আছে, তাই বর্তমানে আমরা তার সুস্থতার দিকটি চিন্তা করছি। পরবর্তীতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের মতো করে সিদ্ধান্ত নেবে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্যাতনের শিকার শিক্ষার্থীর বন্ধু আমাদের বিষয়টি জানিয়েছে। সে যেহেতু মেডিকেলে আছে, আমাদের প্রক্টরিয়াল বডি তার খোঁজ নিচ্ছে এবং সেখানে যাচ্ছে। ওই শিক্ষার্থীর পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি