হোম > সারা দেশ

সাংবাদিক রোজিনার মুক্তি ও ঘটনার স্বাধীন তদন্তের দাবি করেছে ডিকাব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের অনতিবিলম্বে মুক্তি দাবি করেছে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন (ডিকাব)। আর গত ১৭ মে সাংবাদিক রোজিনাকে ঘিরে ঘটে যাওয়া সব ঘটনার স্বচ্ছ ও স্বাধীন তদন্ত দাবি করেছে সংগঠনটি। ডিকাবের পক্ষে এর সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে মঈনুদ্দিন আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে ডিকাব জানায়, সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রাখা ও হয়রানির ঘটনাকে গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা হিসেবে উল্লেখের পাশাপাশি একে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছে ডিকাব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যারা রোজিনা ইসলামকে হয়রানি করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি ডিকাব আহ্বান জানিয়েছে। ডিকাব বিশ্বাস করে, সরকার গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করে ভয়ভীতি ও হয়রানির শিকার না হয়ে তাদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া অব্যাহত রাখবে। রোজিনা ইসলামের চিকিৎসার প্রয়োজন হলে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে বলেও ডিকাব প্রত্যাশা করে।

ডিকাবের বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারকে তারা আমলে নিয়েছে। রোজিনা ইসলামের সঙ্গে যে অগ্রহণযোগ্য ঘটনা ঘটেছে সে ধরনের ঘটনা ঘটিয়ে কোনো কর্মকর্তা যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে সে বিষয়ে সরকার দৃষ্টি রাখবে বলে সংগঠনটি প্রত্যাশা করছে।

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ ঢোকার ১৭ বাংলাদেশি আটক

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই