হোম > সারা দেশ

খাদ্যগুদাম কর্মকর্তার বাসভবন থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ, ভবন সিলগালা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ইকবাল মাহমুদের বাসভবন থেকে চালগুলো জব্দের পর ভবন সিলগালা করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের সংরক্ষিত বাউন্ডারির মধ্যেই ইকবাল মাহমুদের সরকারি বাসভবন। ওই বাসভবনে অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টা থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ৩ বস্তা ও ৫০ কেজির ১০ বস্তাসহ মোট ৫৯০ কেজি চাল এবং ১ হাজার ১০০ সরকারি সিল দেওয়া খালি চালের বস্তা পাওয়া যায়। 

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, খাদ্যগুদাম একটি স্পর্শকাতর জায়গা। এখানে সরকারের বিভিন্ন চাল মজুত রাখা হয়। সরকারি নির্দেশনা ছাড়া সেখান থেকে একটি বস্তা চালও বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু খাদ্যগুদাম কর্মকর্তা নিজ বাসভবনে সরকারি চাল রেখেছেন। সেখানে অভিযান চালিয়ে ১৩ বস্তা সরকারি চাল ও ১ হাজার ১০০ খালি বস্তা জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে তাঁর (খাদ্যগুদাম কর্মকর্তা) কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ কারণেই চালগুলো জব্দ করে বাসভবনটি সিলগালা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 

জানতে চাইলে ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মাহমুদ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

জেলা প্রশাসকের উপহার পেল জুরাছড়ি নারী কাবাডি দল

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

তারেক রহমানের প্রত্যাবর্তন, রাজধানীতে নেই গণপরিবহন, সড়কগুলো প্রায় ফাঁকা

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত