শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ইকবাল মাহমুদের বাসভবন থেকে চালগুলো জব্দের পর ভবন সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের সংরক্ষিত বাউন্ডারির মধ্যেই ইকবাল মাহমুদের সরকারি বাসভবন। ওই বাসভবনে অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টা থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ৩ বস্তা ও ৫০ কেজির ১০ বস্তাসহ মোট ৫৯০ কেজি চাল এবং ১ হাজার ১০০ সরকারি সিল দেওয়া খালি চালের বস্তা পাওয়া যায়।
জানতে চাইলে ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মাহমুদ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।