ঢাকা: চীন সরকারের দেওয়া সিনোফার্মের পাঁচ লাখ টিকা দিয়ে শিগগিরই প্রথম ডোজের কার্যক্রম আবারও চালু করতে যাচ্ছে সরকার। তবে এই টিকা আপাতত তিন ক্যাটাগরির মানুষকে দেওয়ার পরিকল্পনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনার সবচেয়ে বড় সম্মুখযোদ্ধা মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদেরই কেবল এই টিকা দেওয়া হবে। ঈদের পরই এ কার্যক্রম শুরু হবে।
বুধবার (১২ মে) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা চীনের এ টিকা বাইরের কাউকে দিচ্ছি না। চীনের কাছ থেকে বেশি পরিমাণ টিকা আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি চীন সরকার দ্রুত সাড়া দেবেন এবং আমরা টিকা পাব। যা দিয়ে স্থগিত প্রথম ডোজের টিকাদান কর্মসূচি পুনরায় চালু করা হবে।
উন্মুক্ত স্থানে ঈদ জামাত নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়হীনতা প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, যে প্রস্তাবটি আমরা দিয়েছি, তা বিজ্ঞান সম্মত। খোলা জায়গায় নিরাপদ দূরত্বে দাঁড়ালে বায়ু প্রবাহে কোন সংক্রমণ না ছড়ানোয় সহায়তা করে।
ধর্ম মন্ত্রণালয় যেটি বলেছে আমরা তা পরীক্ষা করছি। তাঁদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আশা করি, খুব দ্রুত আমরা এটির সুরাহা করতে পারবো।