হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আইভীর জামিন আবেদন নাকচ, কারাগারে ডিভিশন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ডিভিশনের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের বিষয়ে একমত হয়েছেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আদালত তাঁকে প্রতিমন্ত্রী মর্যাদায় কারাগারে ডিভিশন প্রদান করেছেন।’

আরেক আইনজীবী আওলাদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইভী তাঁর নিজ বাড়িতে অবস্থান করেছেন। তিনি এই আন্দোলনের বিরুদ্ধে কখনই মাঠে নামেননি। যাঁরা নেমেছেন, প্রকাশ্যে গুলি চালিয়েছেন, সেই শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে সুযোগ করে দেওয়া হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে আইভীকে।

এর আগে শনিবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চুনকা কুটির থেকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর বাসায় গেলে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে রাখে। পরে তাঁকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব