হোম > সারা দেশ

অনুমোদন পেল রুশ টিকা, মের মধ্যে আসছে ৪০ লাখ ডোজ

রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক-৫–এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। আর বাংলাদেশ পাবে এ টিকার ৪০ লাখ ডোজ। আগামী মে মাসের মধ্যেই এই টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, পৃথিবীর প্রায় সাতটি দেশে রাশিয়ার এই টিকাটি ব্যবহার হয়ে আসছে। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি, সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে যাচাই-বাছাই করেছি। আমাদের ১২ সদস্য বিশিষ্ট পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো। এটি প্রায় ৯১ শতাংশ কার্যকরী। সার্বিক বিবেচনা করে স্পুটনিক-৫ টিকাটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছি।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা।

রাশিয়ার গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড যৌথভাবে একটি কোভিড টিকা উদ্ভাবন করেছে। এ টিকার নাম দেওয়া হয়েছে স্পুটনিক-৫। গত বছরের ১১ আগস্ট স্পুটনিক-৫–এর অনুমোদন দেয় রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর থেকে রুশ নাগরিকদের এ টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৬০টি দেশ এ টিকার জরুরি অনুমোদন দিয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে স্পুটনিক-৫ ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করছে গামালিয়া।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

সড়কে গাড়িতে অতিরিক্ত ওজন পরিবহন করায় রাস্তা নষ্ট, ২ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর