হোম > সারা দেশ

অনুমোদন পেল রুশ টিকা, মের মধ্যে আসছে ৪০ লাখ ডোজ

রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক-৫–এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। আর বাংলাদেশ পাবে এ টিকার ৪০ লাখ ডোজ। আগামী মে মাসের মধ্যেই এই টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, পৃথিবীর প্রায় সাতটি দেশে রাশিয়ার এই টিকাটি ব্যবহার হয়ে আসছে। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি, সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে যাচাই-বাছাই করেছি। আমাদের ১২ সদস্য বিশিষ্ট পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো। এটি প্রায় ৯১ শতাংশ কার্যকরী। সার্বিক বিবেচনা করে স্পুটনিক-৫ টিকাটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছি।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা।

রাশিয়ার গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড যৌথভাবে একটি কোভিড টিকা উদ্ভাবন করেছে। এ টিকার নাম দেওয়া হয়েছে স্পুটনিক-৫। গত বছরের ১১ আগস্ট স্পুটনিক-৫–এর অনুমোদন দেয় রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর থেকে রুশ নাগরিকদের এ টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৬০টি দেশ এ টিকার জরুরি অনুমোদন দিয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে স্পুটনিক-৫ ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করছে গামালিয়া।

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব