হোম > সারা দেশ

অনুমোদন পেল রুশ টিকা, মের মধ্যে আসছে ৪০ লাখ ডোজ

রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক-৫–এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। আর বাংলাদেশ পাবে এ টিকার ৪০ লাখ ডোজ। আগামী মে মাসের মধ্যেই এই টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, পৃথিবীর প্রায় সাতটি দেশে রাশিয়ার এই টিকাটি ব্যবহার হয়ে আসছে। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি, সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে যাচাই-বাছাই করেছি। আমাদের ১২ সদস্য বিশিষ্ট পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো। এটি প্রায় ৯১ শতাংশ কার্যকরী। সার্বিক বিবেচনা করে স্পুটনিক-৫ টিকাটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছি।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা।

রাশিয়ার গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড যৌথভাবে একটি কোভিড টিকা উদ্ভাবন করেছে। এ টিকার নাম দেওয়া হয়েছে স্পুটনিক-৫। গত বছরের ১১ আগস্ট স্পুটনিক-৫–এর অনুমোদন দেয় রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর থেকে রুশ নাগরিকদের এ টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৬০টি দেশ এ টিকার জরুরি অনুমোদন দিয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে স্পুটনিক-৫ ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করছে গামালিয়া।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

লঞ্চ দুর্ঘটনা: তারেক রহমানের গণসংবর্ধনা থেকে ফিরছিলেন যাত্রীরা

মেঘনায় দুর্ঘটনা: ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চ জব্দ, আটক ৪

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২