হোম > সারা দেশ > মৌলভীবাজার

বাড়ির আঙিনায় সবজি চাষ করতে গিয়ে মিলল তাজা গ্রেনেড

মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে একটি বাড়ির আঙিনায় সবজি চাষ করতে গিয়ে গ্রেনেডটি পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে একটি তাজা গ্রেনেড পাওয়া গেছে। আজ সকালে গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের ঘরের পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডটি মেলে। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল গিয়ে এই এলাকা সংরক্ষণ করে রাখে। পরে বম্ব ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মাখতাবুর রহমানের ঘরের পাশে জায়গায় শিমের বীজ পোঁতার জন্য মাটিতে গর্ত খোঁড়েন এক নারী। এ সময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষণ করে রাখে। একই সঙ্গে গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বম্ব ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। অনেক আগের এই গ্রেনেড। পাশে শমশেরনগর বিমানবন্দর রয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এটা ব্যবহার করে হামলা করেছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ