করোনা ভাইরাসে আক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা দিতে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ারুল ইসলাম সরকারকে টিম লিডার করে রোববার ছয় সদস্যের এ টিমের আদেশ জারি করা হয়েছে। কমিটিতে বিকল্প টিম লিডার হিসেবে উপসচিব মো. নূরুল হককে রাখা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার পরিবারকে এ টিমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতাও করবে এই টিম।
এ টিমকে করোনা ভাইরাসে আক্রান্তদের তথ্য প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে যুগ্ম-সচিবের (প্রশাসন) কাছে দিতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. খোকন মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্বাছ উদ্দিন এবং অফিস সহায়ক মো. বেলাল হোসেনকে এ টিমে রাখা হয়েছে।