২০১১ সালের জুন মাসের ঘটনা। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে সাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পড়েন রাজ্জাক নামের এক ব্যক্তি। তখন তাঁর বয়স ছিল ৩৫ বছর। ১০ বছর পরে এসে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তাঁর বয়স তো এখন ৩৩ বছর।
কীভাবে সম্ভব? আসলে আসামি রাজ্জাককে গ্রেপ্তার না করে অন্য এক রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। গত সোমবার বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন গ্রেপ্তার হওয়া রাজ্জাকের স্ত্রী রুপসানা আকতার। তিনি জানান, তাঁদের বাড়ি উপজেলার মহিষমারী গ্রামে। তাঁর স্বামী বালিয়াডাঙ্গী বাজারের মূল সড়কে দীর্ঘদিন ধরে মুদি ও মুড়ির ব্যবসা করেন। তাঁর শ্বশুর অর্থাৎ রাজ্জাকের বাবার নাম আলিম উদ্দীন ওরফে বৈশাখু। গতকাল মঙ্গলবার বিকেলে আদালত থেকে জামিন পেয়েছেন রাজ্জাক।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে রুপসানা আকতার বলেন, ‘সোমবার দুপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যায় পুলিশ পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন লোক। আমরা থানায় গিয়ে খোঁজ নেওয়ার পর পুলিশ জানায় আমার স্বামীর নামে চুরির মামলা রয়েছে। মামলার কাগজপত্র দেখতে চাইলে ঠাকুরগাঁও আদালতে গিয়ে খোঁজ নিতে বলে।’
রুপসানা জানান, পরে বিকালেই তাঁরা আদালত থেকে মামলার কাগজপত্র তুলে জানতে পারেন ২০১১ সালে ১৬ জুন রাণীশংকৈল থানায় বাইসাইকেল চুরির একটি মামলায় তাঁর স্বামীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কিন্তু মামলার কাগজপত্র যাচাই করে দেখতে পান, মামলার প্রকৃত আসামি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামের তসলীম উদ্দীন ওরফে বুধু মোহাম্মদের ছেলে আব্দুর রাজ্জাক। রাণীশংকৈলের নেকমরদ বাজারে বাইসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি। ওই সময় বাজারের লোকজন বাইসাইকেলসহ তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
মামলার কাগজপত্রে দেখা গেছে, ২০১১ সালে আব্দুর রাজ্জাক নামের আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। তখন তাঁর বয়স উল্লেখ করা হয় ৩৫ বছর। সে অনুযায়ী এখন তাঁর বয়স হবে ৪৫ বছর। অথচ গত সোমবার গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৩৩ বছর।
বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি ও বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আকরাম আলী আজকের পত্রিকাকে জানান, নির্দোষ ব্যবসায়ীকে তুলে নিয়ে আদালতে পাঠানোর প্রতিবাদে আগামীকাল কর্মসূচী দেবে বালিয়াডাঙ্গী বণিক সমিতি।
তবে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান দাবি করেছেন, পুলিশ প্রকৃত আসামিকেই গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
জানতে চাইলে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার নম্বর ও তারিখ আমাকে দিন। বিষয়টি নিয়ে ওসির সাথে কথা বলছি।’