হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ: জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

রেজাউল করিম রিপন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী শ্যামল কান্ত গোপের থানায় অভিযোগ দায়ের পর স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ছিলেন রিপন। তিনি দীর্ঘদিন উপজেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন।

গতকাল শনিবার বিকেলে উপজেলা জামায়াতের কর্মপরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে বহিষ্কার করা হয়।

উপজেলা জামায়াতে আমির মো. লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিলাউড়া (মাঝপাড়া) গ্রামের ওয়াজিদ উল্লাহর ছেলে রেজাউল করিম রিপন দীর্ঘদিন ধরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাঁকে গত ২৭ মে দলের কর্মপরিষদের সভায় সর্বসম্মতভাবে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর তাঁকে সংশোধনের চেষ্টা করা হয়। কিন্তু সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্খলা-পরিপন্থী কাজ থেকে বিরত না থাকায় আজ শনিবার তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রেজাউল করিম রিপনকে দল থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তি। ছবি: আজকের পত্রিকা

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. লুৎফুর রহমান।

এ বিষয়ে রেজাউল করিম রিপন বলেন, ‘ছাত্ররাজনীতি থেকে শুরু করে ২০ বছর দলে জন্য কাজ করেছি। দলীর সিদ্ধান্তের বাইরে আমার কিছুর বলার নেই।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার রেজাউল করিম রিপন ও তাঁর দুলাভাই পৌর জমিয়তের সাধারণ সম্পাদক লিটন মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী শ্যামল কান্ত গোপ। আজ শনিবার চাঁদা দাবিকে মিথ্যা ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা অভিযোগে জমিয়তের নেতা লিটন মিয়াও শ্যামল কান্ত গোপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা