হোম > সারা দেশ > বান্দরবান

সাংগ্রাই উৎসবে রঙিন বান্দরবান

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই উপলক্ষে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

পাহাড়ের মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। উৎসব ঘিরে বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান।

আজ রোববার সকালে বান্দরবান উৎসব উদ্‌যাপন পরিষদ রাজার মাঠ থেকে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন অনেকে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি নতুন বছর সবার জন্য মঙ্গল নিয়ে আসুক, এমন প্রত্যাশা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সহসভাপতি থুইসিং প্রু লুবুসহ অনেকে উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে ইনস্টিটিউট হলরুমে আয়োজন করা হয় বয়োজ্যেষ্ঠদের পূজা অনুষ্ঠান। এ সময় বিভিন্ন পাড়া ও গ্রামের বয়োজ্যেষ্ঠদের পূজা করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী দান করা হয়। এর মাধ্যমে নতুন বছরকে বরণ করতে পেরে খুশি তরুণ-তরুণীরা।

বান্দরবানে নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই উপলক্ষে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

উৎসব উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, উৎসবের মধ্যে থাকছে ১৪ এপ্রিল দুপুরে পবিত্র বুদ্ধমূর্তি স্নান ও রাতব্যাপী পিঠা তৈরি উৎসব, ১৫ এপ্রিল বিকেলে রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে ১৮ এপ্রিল সন্ধ্যায় বিহারে বিহারে সমবেত প্রার্থনা। এর মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্তি ঘটবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের।

উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা বলেন, ‘সাংগ্রাই উৎসব আমাদের মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব। এবারের উৎসব উদ্‌যাপন করতে গিয়ে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা পাচ্ছি।’

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

ঢাকার পথে ওসমান হাদির পরিবার

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ