হোম > সারা দেশ

লঞ্চ চালুর দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চালুর দাবি জানিয়েছে লঞ্চ শ্রমিক ও এর সাথে জড়িত ফেডারেশনের নেতাকর্মীরা।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তাঁরা কর্মরত শ্রমিকদেরকে অভাব অনটনের হাত থেকে রক্ষা ও দরিদ্র নিম্ন আয়ের মানুষের সাশ্রয়ে চলাচলের কথা বিবেচনা করে লঞ্চ চালুর দাবি জানান। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শ্রমিকরা অভিযোগ করে বলেন, লকডাউনে প্রায় সবকিছুই চলছে তাহলে শুধু আমাদের পেটে লাথি কেন। লঞ্চ চলাচল বন্ধ থাকায় এর সাথে জড়িত শ্রমিকরা বেতন বোনাস কিছুই পাচ্ছে না।

শ্রমিকরা বলেন, নৌপথে লঞ্চ না পাওয়ার কারণে বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং যাত্রীদের দ্বিগুণের বেশি টাকা খরচ হচ্ছে। লঞ্চের শ্রমিকরা এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন। ২৩ মে তারিখের মধ্যে লঞ্চ চালু না হলে এসব শ্রমিকদের পরিবারের সদস্যরা না খেয়ে মারা যাবে। বিকল্প কোনো উপায় নির্ধারণ না করে আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে।

সমাবেশে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, 'পর্যাপ্ত যানবাহন চললে কোন অবস্থাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হওয়ার সুযোগ নেই। এক হাজার লোকের জন্য একশ লোকের গাড়ি দিলে সেখানে অবশ্যই ওভার-লোডিং হবে। আমরা যারা কাজ করে খাই, কাজের বিনিময়ে মজুরি পাই তাঁদের পুঁজিই হলো কাজ। কাজ না হলে মজুরি হয় না, বোনাস হয় না। আজকে নৌ-যানের অধিকাংশ শ্রমিকরা বোনাস তো দূরের কথা বেতনও পাননি।'

তিনি আরও বলেন, 'আপনাদের এ তামাশা ২৩ তারিখ পর্যন্ত দেখব। ২৩ তারিখের পর একজন শ্রমিকও আর জাহাজে থাকব না। আপনারা মালিক, অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রণালয় জাহাজ পাহারা দেওয়া ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবেন।'

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন

গাজীপুরে চাঁদাবাজি মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে