হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে পাট কাটা নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমির পাট কাটাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিলের মধ্যে এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ওই গ্রামের জাহাঙ্গীর শেখ (৬২) ও তাঁর ছেলে নাহিদ শেখ (৩০)। হামলায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কবির শেখ (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের কাওসার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ জাহাঙ্গীর ও তাঁর ছেলে নাহিদ শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে পাট কাটতে যান। বিষয়টি টের পেয়ে কাওসার, তাঁর পক্ষের কবিরসহ অন্য লোকজন বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কাওসারের পক্ষের সাত-আটজন মিলে জাহাঙ্গীর, নাহিদসহ চারজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যান।

হামলায় জাহাঙ্গীর ঘটনাস্থলে মারা যান। আহত নাহিদকে ঢাকায় নেওয়ার পথে বেলা ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। অন্য আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা ০হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির শেখকে আটক করা হয়। অন্যদের আটকের চেষ্টা চলছে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি