হোম > সারা দেশ

সাংবাদিকদের ‘মুভমেন্ট পাস’ নিতে হবে না: আইজিপি  

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে আগামীকাল ১৪ এপ্রিল থেকে চলাচলে আট দিনের বিধিনিষেধ দিয়েছে সরকার। এর মধ্যে জরুরি প্রয়োজনে বাইরে যেতে চাইলে পুলিশের কাছ থেকে আগেই ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। তবে সাংবাদিকদের জন্য এই পাসের দরকার হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ কার্যক্রম উদ্বোধনকালে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ সাংবাদিকদের লাগবে না। এই পাস শুধু যারা কাজে বাইরে বের হবেন তাঁদের নিতে হবে। এক স্থান থেকে অন্য স্থানে জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আট দিনের জন্য বিধিনিষেধ আরোপ করেছে সরকার । এ সময় সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠানব বন্ধ থাকবে। তবে খোলা থাকবে শিল্প-কারখানা।

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চলাচলে নিষেধাজ্ঞা চলাকালীন জরুরি কাজে বাইরে যাতায়াতের ক্ষেত্রে মুভমেন্ট পাস দেবে পুলিশ। 

অ্যাপ ছাড়াও পাসের জন্য https://movementpass.police.gov.bd/ ঠিকানায় যেকোন নাগরিক তার চলাচলের স্থান ও সময়ের সাথে কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।

বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ঝিনাইদহে ট্রেনে পাথর নিক্ষেপ, ৪ তরুণ আটক

ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অন্যদের ব্রিফিং

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য