নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ আলী (৩২) নামের এক যুবকের মরদেহ ড্রামের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদমতলী এলাকার একটি খাল থেকে মরদেহভর্তি ড্রামটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দক্ষিণ কদমতলী নয়াপাড়া রিয়া মনি স্কুলসংলগ্ন ক্যানেলের পানিতে একটি নীল রঙের ড্রাম ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।