বিদ্যুৎ লাইনে কাজ করার সময় যোগাযোগ না করেই বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়ায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন লালন নামের অপর এক কর্মী।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লালন বলেন, ৩৩ হাজার কেভির বিদ্যুৎ লাইনে কাজ করার সময় আমাদের সঙ্গে যোগাযোগ না করে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়ায় দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একিট দল আমাদের উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মুমেন মুর্শেদ বলেন, পল্লী বিদ্যুতের এ দুই কর্মী "বডি হার্নেস" পরে সিমেন্টের সু-উচ্চ পিলারে উঠে ৩৩ হাজার কেভির ওই বিদ্যুৎ লাইনে কারার সময় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একিট দল শফিকুল ইসলাম নামে একজনের মরদেহ এবং আরেকজনকে জীবিত উদ্ধার করে।
তিনি আরো বলেন, নিহতের মরদেহ কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হেয়ছে। তবে অনেক চেষ্টা করেও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিহত বিদ্যুৎ কর্মী শফিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জে এবং আহত বিদ্যুৎ কর্মী লালনের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায় বলে জানা গেছে।