হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে খাঁচা থেকে হরিণ উধাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খাঁচায় থাকা একটি হরিণের খোঁজ মিলছে না। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান দুর্গাসাগর দিঘির পাড়ে খাঁচায় থাকা একটি হরিণের খোঁজ মিলছে না। গতকাল সোমবার খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটির উধাও হওয়ার ঘটনাটি ধরা পড়ে।

জানা গেছে, গতকাল সোমবার রাতে দুর্গাসাগরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অলিউল হাওলাদার, জাহিদুর রহমান ও বশির শিকদার ডিউটি শেষ করে দায়িত্ব বুঝিয়ে দেন। হরিণ পরিচর্যাকারী আশিক লক্ষ করেন, একটি হরিণ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেনকে জানালে তিনি এসে নিশ্চিত হন, খাঁচা তালাবদ্ধই রয়েছে; কিন্তু একটি হরিণ নিখোঁজ।

ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশপাশের ক্যামেরাগুলো কাজ না করায় হরিণ নিখোঁজের কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে দুর্গাসাগর দিঘির সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বরিশাল বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

দর্শনার্থী ও এলাকাবাসী বলছেন, এটি দায়িত্বের চরম অবহেলা। কেউ কেউ হরিণটি চুরি হয়েছে বলেও সন্দেহ করছেন।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবদুল মতিন খান বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হরিণ গায়েব হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, হরিণ উধাও হওয়ার বিষয়টি তিনি জানতে পেরে বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র