হোম > সারা দেশ

সাধারণ ছুটির সিদ্ধান্ত এখনও হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও এখনও সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ছুটির সিদ্ধান্ত  নেওয়া হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না। আমাদের জানামতে, সাধারণ ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি ও সেবায় বেশি নজর দিচ্ছি আমরা । যেসব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। সেসব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না।

বাংলাদেশে সম্প্রতি করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজার কভিড রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নয় মাসের মধ্যে এটিই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ সংখ্যা।

বাংলাদেশে এ পর্যন্ত  ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  এ ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন  ৮ হাজার ৭৩৮ জন।

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, ছেলেকে মারধর স্থানীয়দের

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রাবিতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু