হোম > সারা দেশ

সাধারণ ছুটির সিদ্ধান্ত এখনও হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও এখনও সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ছুটির সিদ্ধান্ত  নেওয়া হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না। আমাদের জানামতে, সাধারণ ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি ও সেবায় বেশি নজর দিচ্ছি আমরা । যেসব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। সেসব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না।

বাংলাদেশে সম্প্রতি করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজার কভিড রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নয় মাসের মধ্যে এটিই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ সংখ্যা।

বাংলাদেশে এ পর্যন্ত  ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  এ ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন  ৮ হাজার ৭৩৮ জন।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশি যুবকের পা

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই