হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে শহরের সড়কে হাঁটুপানি, বড় বড় গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল

রাতুল মণ্ডল, শ্রীপুর

শ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের দুটি আঞ্চলিক সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে জমে থাকছে হাঁটুপানি। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন, ঘটছে দুর্ঘটনাও।

সরেজমিন দেখা গেছে, শ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।

স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালক ফরিদ হোসেন বলেন, ‘সিএনজির অর্ধেকটা পানিতে তলিয়ে যায়। আমরা তো রাস্তা চিনি, কিন্তু নতুন চালকেরা মাঝখান দিয়ে গেলে গর্তে পড়ে যানবাহন উল্টে যাচ্ছে প্রায়ই।’

মোটরসাইকেলচালক শাহিন আলম বলেন, ‘মোটরসাইকেলের ইঞ্জিন পর্যন্ত পানিতে তলিয়ে যায়। পাথর উঠে গিয়ে জায়গায় জায়গায় খানাখন্দ হয়েছে। এমন শহরের সড়ক যদি এমন হয়, বাইরে কী অবস্থা বুঝতেই পারছেন।’

ব্যবসায়ী আলাল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাশেই উপজেলা পরিষদ ও পৌরসভা, অথচ এই সড়কের এই হাল। বহুদিন ধরে অবস্থা এমনই। প্রতিদিন অফিসগামী মানুষ ও শিল্প কারখানার কনটেইনারবাহী ট্রাক চলাচলের কারণে যানজট লেগেই থাকে। কোনো সংস্কার হচ্ছে না।’

শ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। ছবি: আজকের পত্রিকা

শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ আখতার বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে দুটি সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’

শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘এ দুটি সড়ক উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। ভাঙা সড়কে জনদুর্ভোগ তৈরি হয়েছে। ইতিমধ্যে স্থায়ী সংস্কারের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভোগান্তি কমে আসবে।’

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক