হোম > সারা দেশ > পটুয়াখালী

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা, ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়ল মারিয়া

পটুয়াখালী প্রতিনিধি

ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়ে মারিয়া। ছবি: আজকের পত্রিকা

পরীক্ষার দিন ভোরেই হারিয়েছে বাবাকে। হৃদয়বিদারক সেই মুহূর্তেও মন শক্ত করে বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে যায় মারিয়া আক্তার। আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩ দশমিক ৮৩ পেয়েছে সে। আশানুরূপ ফল না হওয়ায় কান্নায় ভেঙে পড়ে এই সাহসী কন্যা।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া। গত ১০ এপ্রিল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মামুন হাওলাদার। ওই দিনই ছিল মারিয়ার গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা। বাবার মৃত্যুশোক সামলে পরীক্ষায় অংশ নেওয়ার সেই দুঃসাহসিক সিদ্ধান্ত নেয় সে।

মারিয়া বলে, ‘বাবা সব সময় চাইতেন আমি মানুষ হই। তিনি স্বপ্ন দেখতেন আমাকে একজন ডাক্তার হিসেবে দেখতে। বাবার মুখটা মনে করে চোখের জল নিয়েই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু যেভাবে পড়েছিলাম, সেভাবে ফল হয়নি। তাই খুব কষ্ট লাগছে।’

বাবার স্বপ্ন ছিল মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। সেই স্বপ্ন বুকে ধারণ করে মারিয়া পড়াশোনা করেছে বিজ্ঞান বিভাগে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সে বলে, ‘আমি কোথায় ভর্তি হব, সেটা আমার চাচার সিদ্ধান্ত অনুযায়ী হবে।’

মারিয়ার ছোট চাচা অলিউল্লাহ বলেন, ‘ভাই মারা যাওয়ার পর ও একেবারে ভেঙে পড়েছিল। আমরা সাহস দিয়েছি, পাশে থেকেছি। আল্লাহর রহমতে সে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এই রেজাল্ট দিয়ে আমরা তাকে ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি করাতে চাই। আশা করছি, ইন্টারে সে আরও ভালো করবে।’

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, ইনকিলাব মঞ্চের অবস্থান পরিবর্তন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম