হোম > সারা দেশ > খুলনা

কীটনাশক মিশিয়ে পানি পান, হাসপাতালে ৬ শিশু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে কীটনাশক মেশানো পানি পান করায় ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খেলার সময় নলকূপের পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে পান করে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু। গতকাল সোমবার উপজেলার কাচারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টার পর তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি শিশুরা হলো একই গ্রামের কামিরুল শাহের ছেলে হোসাইন শাহ (৪), সাইফুল শাহের মেয়ে মরিয়ম (৭), সাগর খায়ের ছেলে আব্দুল্লাহ (৩), হাসান মণ্ডলের মেয়ে জান্নাতুল (৯), রতন শাহের মেয়ে রোকেয়া (৯) এবং মারুফ শাহের মেয়ে মার্ফিয়া (৬)। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

অসুস্থ শিশুদের পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের রমজান মণ্ডল সোমবার দুপুরে জমিতে কীটনাশক ছিটিয়ে বোতলে কিছু ওষুধ রেখে পাশের আমবাগানে বিশ্রাম নিচ্ছিলেন। পরে তিনি ওই বোতল ফেলে রেখে বাড়িতে চলে যান। বিকেলে ছয় শিশু খেলার সময় না বুঝে অসতর্কতাবশত বোতলের কীটনাশক রাস্তার পাশের নলকূপের ভেতরে দেয়। পরে ওই নলকূপের পানি পান করে। কিছুক্ষণ পর কামিরুল শাহের ছেলে হোসাইন শাহের পেটে ব্যথা শুরু হয়। তখন ওই শিশুর সঙ্গে কথা বলে নলকূপের ধারে গিয়ে কীটনাশকের বোতল পায় অভিভাবকেরা।

পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাত ৯টার দিকে সদর হাসপাতালে আনা হয়। এদিকে অপর ৫ শিশুর পেট, গলাব্যথা ও বমি শুরু হলে রাতেই তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু বলেন, ‘শিশুরা বিষ খাওয়ার হিস্ট্রি নিয়ে সদর হাসপাতালে এসেছে। তবে তাদের শারীরিক অবস্থা প্রাথমিকভাবে শঙ্কামুক্ত মনে হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে শিশুদের ভর্তি রাখা হয়েছে।’

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

ভোটের মাঠে: অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ বিএনপির

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার