লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গণপরিবহনে এরই মধ্যে অর্ধেক সিটে যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে সাত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (৩১ মার্চ) বিআরটিএ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো ৩১ মার্চ থেকে আগামী ২ সপ্তাহের জন্য কার্যকর থাকবে।
নির্দেশনাগুলো হলো: