হোম > সারা দেশ > রাজশাহী

ফেব্রুয়ারিতেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: উপাচার্য

রাবি প্রতিনিধি  

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। আজ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায়। ছবি: আজকের পত্রিকা

চলতি মাসের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, ‘আমরা পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা বলেছিলাম। তবে এর মধ্যে পোষ্য কোটা বাতিল আন্দোলনসহ কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে আসায় সেটা সম্ভব হয়নি। এসব নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। তবে এবার আর আমরা সময় দিচ্ছি না। এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাকসুর রোডম্যাপ প্রকাশ করা হবে।’

সবাইকে রাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, রাকসু যেহেতু শিক্ষার্থীদের চাওয়া এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, তাই শিক্ষার্থীদের সহযোগিতাই এখানে মুখ্য ভূমিকা পালন করবে।

‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন। এ সময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি পরিচালক আরাফাত আলী সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক।

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ