হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

তিন মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে এই আদেশ দেন। জামিন শুনানির সময় আইভীকে আদালতে হাজির করা হয়নি।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, তুহিন হত্যা মামলা ও নাদিম হত্যাচেষ্টার মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে জামিন শুনানি হয়। আদালত দুই পক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এ বিষয়ে আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এসব ঘটনায় তাঁর সম্পৃক্ততার কোনো বর্ণনা নেই। তাই তিনি জামিন পাওয়ার হকদার। কিন্তু তাঁকে জামিন দেওয়া হয়নি। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা জামিনের জন্য ভবিষ্যতে উচ্চ আদালতে যাব।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন বলেন, দুটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আগামী নির্বাচনে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার