আগামীকাল বুধবার থেকে আটদিনের বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজনে বাইরে যেতে লাগবে মুভমেন্ট পাস। আজ মঙ্গলবার এই পাসের জন্য অ্যাপের উদ্বোধনের পর থেকে আবেদনের জন্য হিড়িক পড়েছে। একসঙ্গে এতো আবেদনের চাপে হিমশিম খাচ্ছে পুলিশ সদর দফতরের সার্ভার। কর্মকর্তারা বলছেন, প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়েছে ১ লাখ ২৫ হাজার। সে হিসাবে প্রতি মিনিটে গড়ে ১৫ হাজার আবেদন আসছে।
এ নিয়ে পুলিশ সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সার্ভার ওপেনের পর শুরু থেকেই চাপ আছে। ঘন্টায় ঘণ্টায় আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, মুভমেন্ট পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন। একদিনের জন্য অনুমতি পাওয়া এই পাসের মেয়াদ থাকবে তিন ঘণ্টা।
পুলিশ সদরদপ্তরের ওয়েবসাইট এবং ‘মুভমেন্ট পাস’ অ্যাপস থেকে আবেদন করা যাবে এই পাসের জন্য।
পুলিশ সদরদফতর বলছে, অ্যাাপসের পাশাপাশি https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। এক্ষেত্রে আবেদনকারীকে নিজের ফোন নম্বর, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও ছবিসহ বেশ কয়েকটি তথ্য দিতে হবে। কোন থানা থেকে কোন থানা এলাকায় যাবেন সেই তথ্যও দিতে হবে। সব তথ্য দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই চলে আসবে ই-পাস। চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে এই পাস প্রদর্শন করতে হবে।
এ বিষয়ে আইজিপি বেনজীর আহমেদ বলেন, এটা অতি প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এক ফোন নম্বর ও একটি গাড়ির নম্বর প্লেট দিয়ে একবার আবেদন করা যাবে। তবে প্রথমে কতজন এই পাস পাবে এই সংখ্যা নির্ধারণ করা নেই। যে কেউ গুরুত্বপূর্ণ প্রয়োজনে পাস নিতে পারবে। সবাই পুলিশকে সহযোগিতা করবেন।