হোম > সারা দেশ > সিলেট

সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে এসে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামের এক কিশোর মারা গেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

মেহেদী হাসান ইমন সিলেট সদরের লালদীঘিরপাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, মেহেদী হাসান ইমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসেছিল। বন্ধুদের সঙ্গে সেও পানিতে নেমেছিল। সাঁতার না জানার কারণে একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায় ইমন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আজকের পত্রিকাকে বলেন, সাদাপাথর পর্যটনকেন্দ্রে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ইমন সাঁতার জানত না বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা